ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ব্যবস্থাপনায় আয়োজিত শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ফুটন্ত ফুল প্রিমিয়ার লিগের (এফএফপিএল) ষষ্ঠ আসর সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ও শনিবার দু’দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এসজে স্ট্রাইকার্‌স আরবিএসসি ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা ব্যাটার ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরবিএসসির মুহাম্মদ অনিক। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন শহীদ লিয়াকত স্মৃতির মুহাম্মদ জাহিদ। ফাইনাল প্লেয়ার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন মুহাম্মদ ইমরান। ফাইনাল খেলা শেষে ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের পরিচালক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে ও উপপরিচালক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিবের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, ইএমএ কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম, কর আইনজীবী ও ভ্যাট পরামর্শক হাসান মাহমুদ রিয়াদ, ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উপদেষ্টা হাফেজ মাওলানা মনির উদ্দিন, শিক্ষক মুহাম্মদ ইশান।

পূর্ববর্তী নিবন্ধউদার ও নৈতিক সমাজ গঠনে মধ্যমপন্থা অবলম্বন জরুরি
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে হাটহাজারীর জয়