জাতীয় শিশু–কিশোর সংগঠন ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উদ্যোগে নবম বারের মত আয়োজিত ঈদ উপহার বিতরণ, ইফতার মাহফিল ও জোন এসেম্বলি গতকাল সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে ও উপপরিচালক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং জোনের উপদেষ্টা মাওলানা মুহাম্মদ হারুনর রশীদ, মুহাম্মদ শহীদুল ইসলাম, আইনজীবী নাসির ফয়সাল, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদ ও মুহাম্মদ বাবুল।উপস্থিত ছিলেন সংগঠক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজী, সাইফুল ইসলাম আরমান, মিজানুর রহমান, আশিকুর রহমান, রবিউল হোসেন নিলয়, মারুফুর রহমান, মিনহাজ উদ্দিন, জয়ন্ত সূত্রধর, এইচ এম ইমতিয়াজ, এরফান উদ্দিন রাফি, সারোয়ার ইসলাম নাহিদ, শাহরিয়ার ইমন, ইহান ইউসূফ, ডা. সামেদ আহমেদ, মহিউল ইসলাম খান, ইফতেখারুজ্জামান তন্ময়, মুশফিকুর রহমান, লুৎফুল ইসলাম সাকিব, মুহাম্মদ ফরহাদ, আবির বিন সৈয়দ, জয় সূত্রধর, নাসির আহমেদ সামির, ইমাদ উদ্দিন, ইফাজ মুক্তাসিদ, মুহাম্মদ জাহিদ, মুহাম্মদ ইমন, তাজরিয়ান রকিব, সাইয়াম, তাইফুর, নাইমুল, সাদমান, মামুন, উপল দেব, ইব্রাহিম, আরিফ, সিফাত, মোজাহিদ, সাব্বির, আলিফ, ইসনান প্রমুখ। শেষে জেসান উল্লাহ পিয়ালকে পরিচালক, মুহাম্মদ মিজানুর রহমানকে সচিব ও মিনহাজ উদ্দিনকে সাংগঠনিক সচিব করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি বলেন, একবিংশ শতকের এই বিশ্বে নৈতিক ও মানবিক মূল্যবোধের পদস্খলনের সময়ে জাতির ভবিষ্যৎ কর্ণধার শিশু–কিশোরদের মাঝে নৈতিকতা ও মানবিকতার অনুশীলনের নিমিত্তে ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ধারাবাহিক সৃজনশীল আয়োজনগুলো অনন্য ভূমিকা পালন করছে। প্রধান বক্তা ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন বলেন, জাতির নতুন প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আদর্শ ও যোগ্য করে গড়ে তোলাই ফুটন্ত ফুলের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ফুটন্ত ফুল সুনির্দিষ্ট কর্মসূচি পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি