শিক্ষা ও সুস্থ সাংস্কৃতির যথার্থ চর্চায় অভিভাবকদের গভীর মনোযোগ দিতে হবে। প্রতিযোগিতার এইবিশ্বে জ্ঞানের বাস্তবমুখী পরিবেশ সৃষ্টি করতে না পারলে শিক্ষার্থীরা উদ্ভাবনে আগ্রহ হারাবে। তাই শিক্ষার বাস্তবমুখী পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশু–কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর কর্তৃক আয়োজিত ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা গতকাল শনিবার মুসলিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কুল–মাদরাসা ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক নূ ক ম আকবর উপরোক্ত মন্তব্য করেন। কেন্দ্র পরিদর্শন করেন আন্জুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যাপক নূ ক ম আকবর, অধ্যাপক আরিফুল ইসলাম, ডালিম বড়ুয়া, অধ্যক্ষ জয়সেন ভিক্ষু, অধ্যাপক কাজী আসিফ আশরাফী, এনামুল হক ছিদ্দিকী, মাস্টার আবুল হোসাইন,আলমগীর ইসলাম বঈদী, শহীদুল ইসলাম, ওমর ফারুখ, এনামুল হক, মহিউদ্দীন ক্বাদেরী, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, আমির হোসেন সোহেল, মঈনুদ্দিন মোর্শেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।