ফুটন্ত ফুলের ‘শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

| মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গত রোববার বিকেল ৩টায় নগরীর জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে ‘আদর্শ পরিবার ও সমাজ বিনির্মাণে শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সচিব রেজাউল মোস্তফা তানভীর আযহারির সভাপতিত্বে এবং পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঅধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফরিদ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনখাগড়াছড়ি সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আরাফাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেনসরকারী সিটি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনএম. মঈনুদ্দিন চৌধুরী হালিম, এড.জসিম উদ্দিন মাহমুদ, কফিল উদ্দিন রানা, আহমদ রেজা, ইন্‌িজনিয়ার ইকবাল হোসাইন, ফরিদুল ইসলাম চৌধুরী, গিয়াসউদ্দিন, রাশেদুল ইসলাম রাসেল, জয়নাল আবেদীন, ওমর ফারুক, ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রদল নেতার পরিচয় দিয়ে চিকিৎসকের ওপর হামলা
পরবর্তী নিবন্ধপটিয়া হাসপাতালে ডাক্তার-স্টাফকে জাসাস নেতার মারধরের অভিযোগ