ফিশিং লাইসেন্স না থাকায় ৬ বোটকে জরিমানা ২০ জাল জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

অবৈধ ফিশিং বোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান ও ক্যাম্প চালাচ্ছে সামদ্রিক মৎস্য দপ্তর। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের সমন্বয়ে কক্সবাজারের বাঁকখালী নদীতে অভিযান চালিয়ে বৈধ ফিশিং লাইসেন্স না থাকায় ৬টি বোটকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২০টি জালও জব্দ করা হয়। জব্দকৃত জাল কোস্ট গার্ডের পন্টুনের পাশে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন কোস্ট গার্ড পরিদর্শক এস এম সাজ্জাদ উদ্দিন এবং নৌ বাণিজ্য দপ্তরের এম মো. জাহাঙ্গীর আলম এবং বাহারুল ইসলাম। এদিকে দপ্তরের উপ-পরিচালক আবদুর রউফের নেতৃত্বে গতকাল পর্যন্ত পরিচালিত যৌথ কাম্পে ১২টি নতুন ফিশিং লাইসেন্স এবং ১৪৬টি ফিশিং লাইসেন্স নবায়ন করা হয়। এতে অংশ নেন নৌ-বাণিজ্য দপ্তরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাহারুল ইসলাম, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক মঞ্জুর আলম এবং সৈয়দ হুমায়ুন মোর্শেদ।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী মুগদা থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে যাচ্ছে ইভিএম সন্দ্বীপে স্বচ্ছ ব্যালট বক্স