ফিশারীঘাট আধুনিক মৎস্য বাজার পরিদর্শনে ডিসি

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান নতুন ফিশারীঘাট আধুনিক মৎস্য বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি পুরো বাজারটি ঘুরে দেখেন। এছাড়া তিনি বঙ্গোপসাগর মাছ আহরণ করে এই বাজারে এসে জাহাজ, ট্রলার, ফিশিং বোর্ড, বিভিন্ন বোট ভিড়ে মাছ উঠানামার জন্য মাঝি ও শ্রমিকদের সুবিধার্থে ঘাটে সিঁড়ি এবং জেটি ব্যবস্থা ও বাজারের বিভিন্ন উন্নয়নের যা যা করা দরকার উনি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক (বাবুল সরকার), সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী সওদাগর, সহসভাপতি নুর হোসেন সওদাগর, পরিচালক একেএম ফজলুল হক, কাউসারুজ্জামান, প্রবীর দাশ, হাফেজ ইসমাইল, সেলিম উল্লাহ, এরশাদুল আলম, মো. ফারুকুল ইসলাম, কুতুব উদ্দীন, সৈয়দ নুর, আবদুল শুক্কুর, এমদাদুল হক, ইসমাইল কুতুবি, ইব্রাহিম সওদাগর, আনসার হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বন বিভাগের সাইকেল বিতরণ
পরবর্তী নিবন্ধচিটাগাং কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত