চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টায় ফিশারি ঘাটের চাকতাই খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
কোস্টগার্ড জানায়, কয়েকজন পাচারকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ তেল স্থানান্তর করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড।