নগরীর বাকলিয়ার নতুন ফিশারিঘাট এলাকা থেকে ২ হাজার ৮১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. জিয়া। তিনি জেলার রাঙ্গুনিয়া থানার পুমারা ইউপির আব্দুল ফকিরের বাড়ির বাসিন্দা। গত শুক্রবার রাতে নতুন ফিশারিঘাটের সামনের ব্রিজের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. জিয়া রাঙ্গুনিয়ার বাসিন্দা হলেও থাকেন কক্সবাজারের উখিয়ার হলুদিয়া পালং এলাকায়। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।