ফিল্মফেয়ার বাংলায় সেরা অভিনেত্রী জয়া আহসান

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

টালিগঞ্জের ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ জয়ার হাতে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেয় আয়োজকরা। খবর বিডিনিউজের।
টালিগঞ্জের বাংলা চলচ্চিত্র নিয়ে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ফিল্মফেয়ারের এ আঞ্চলিক আসর।
নির্মাতা অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমায় শ্রাবণী নামে এক মধ্য তিরিশের নারীর ভূমিকায় অভিনয় করেন জয়া আহসান। গত বছরের অগাস্টে কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ এর জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। ফিল্মফেয়ার বাংলার এবারের আসরে জয়া আহসান ছাড়াও মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও তরুণ গায়ক মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছিলেন। গীতিকার হিসেবে পুরস্কার না পেলেও টালিগঞ্জের ‘গল্প হলেও সত্যি’ সিনেমায় আসিফ ইকবালের লেখা ‘মায়ার কাঙাল’ গান গেয়ে সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন কলকাতার গায়ক ঈশান মিত্র। ভারতজুড়ে বিভিন্ন অঞ্চলের সিনেমার জন্য প্রতি বছর ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআমি মুগ্ধ ভক্তদের ভালোবাসায়
পরবর্তী নিবন্ধপ্রথমবার এক সঙ্গে তারা