সেরা সিনেমা, সেরা নির্মাতা, সমালোচক বিভাগে সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচ শাখায় পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবন সংগ্রামের ঘটনা নিয়ে বানানো ‘টুয়েলভথ ফেল’ নামের যে সিনেমা ঝড় তুলেছে বড় পর্দা থেকে ওটিটি এবং সোশাল মিডিয়ার পাতায়, সেই সিনেমা বাজিমাত করেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসরেও। এনডিটিভি লিখেছে, সেরা সিনেমা, সেরা নির্মাতা, সমালোচক বিভাগে সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচ শাখায় পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’। খবর বিডিনিউজের।
সেরা সিনেমা নির্বাচিত হতে ‘টুয়েলভথ ফেল’কে লড়তে হয়েছে শাহরুখের ‘জওয়ান’, ‘পাঠান’ এর মত দারুণ জনপ্রিয় এবং ব্লকবাস্টার ফিল্মের সঙ্গে। আর সেরা পরিচালকের পুরস্কার জিতে নিতে ‘টুয়েলভথ ফেল’র নির্মাতা বিধু বিনোদ চোপড়াকে প্রতিযোগিতায় নামতে হয় সিদ্ধার্থ পাঠান, সন্দীপ রেড্ডি ভাঙা, করণ জোহর, অ্যাটলি কুমারের মত বাঘা বাঘা সিনেমা কারিগরদের সঙ্গে। রোববার রাতে ফিল্মফেয়ারের ৬৯তম আসর বসেছিল গুজরাটে। অনুষ্ঠানে পুরস্কার নিয়ে নেচে–গেয়ে আলো ছড়িয়েছেন তারকা দম্পতি রাণবীর কাপুর ও আলিয়া ভাট। সেরা অভিনেতা–অভিনেত্রীর পুরস্কার গেছে এবার এই দম্পতির ঘরে। ‘রকি আউর রনি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নায়িকা আলিয়া ভাট, আর রাণবীর কাপুর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘অ্যানিমাল’ সিনেমার জন্য।
এছাড়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এবং ‘থ্রি অব আস’ সিনেমার জন্য যৌথভাবে সমালোচনা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি ও শেফালি শাহ। নির্মাতা রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার নামও উচ্চারিত হয়েছে আসরে। বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারা সিনেমার অভিনেতা ভিকি কৌশল সমালোচনা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।