তুমুল সমালোচনার মধ্যে থাকা জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্থানীয় কোনো কোচকে দেওয়া হবে এই দায়িত্ব। বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের ক্রমাগত দুর্দশায় গত কয়েক বছরে নানা সময়ে প্রশ্ন উঠেছে কুকের কার্যকারিতা নিয়ে। তবে নানাভাবে তিনি টিকে গেছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একের পর এক ক্যাচ হাতছাড়া করা ও গ্রাউন্ড ফিল্ডিংয়ের বাজে অবস্থায় আবার আলোচনায় উঠে আসে কুকের ভূমিকা। অবশেষে বাংলাদেশ দলে কুকের অধ্যায় শেষ হচ্ছে বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
২০১৮ সালের জুলাইয়ে ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কুককে নিয়োগ দিয়েছিল বিসিবি।