ফিলিস্তিনিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ত্বরিত প্রতিক্রিয়ায় সৌদি আরব বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না তারা। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জোরের সঙ্গে এ কথা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডের দখল চায়–মঙ্গলবার এমন বলার সময় ট্রাম্প দাবি করেছিলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র চাইছে না। তার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রতিক্রিয়া এলো।
ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াদ বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে সরানোর যে কোনে চেষ্টার বিরোধিতা করবে সৌদি আরব। ফিলিস্তিনিদের নিয়ে তাদের অবস্থান নিয়ে আলোচনা বা দর কষাকষির কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের অবস্থান এত সুস্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই এর অন্য কোনো ব্যাখ্যার কোনো সুযোগ নেই।