ফিলিস্তিন বিষয়ে বিশ্ব মোড়লদের ভূমিকা মানবতাকে লজ্জিত করেছে

সুন্নী কনফারেন্সের সমাপনী দিবসে বক্তারা

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী মানবতা আজ ভূলুণ্ঠিত। এর প্রকৃষ্ট উদাহরণ হলো ফিলিস্তিনের বিপন্ন মানবতা। অন্যায়ভাবে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে। অথচ জাতিসংঘসহ তথাকথিত বিশ্ব মোড়লদের নীরব দর্শকের ভূমিকা বিশ্বমানবতাকে লজ্জিত করেছে। ফতেয়াবাদ ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন কমিটি এবং ইসলামী ছাত্রসেনা ১২ নং চিকনদন্ডী ও ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে ৪৩ তম সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন।

মাওলানা ছালেহ আহমদ আনসারীর সভাপতিত্বে ও মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রধান আলোচক ছিলেন খতিব খাজা আরিফুর রহমান তাহেরী। আলোচক ছিলেন শাবিপ্রবির সহকারী অধ্যাপক মুহাম্মদ এমদাদুল হক রাজনগরী, আল্লামা নিজাম উদ্দিন নোমানী, খতিব মাওলানা মুহাম্মদ ইউসুফ বাহার যুক্তিবাদী। উদ্বোধক ছিলেন মুফতি রফিকুল ইসলাম নেজামী।

আলোচনা করেন, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাফেজ আহমদ, মাওলানা সৈয়দ মুহাম্মদ মফজল আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা সৈয়দ ইসমাঈল, মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী আকবর, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা মুহাম্মদ আইয়ুব, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা ঈসা আহমেদ আনসারী, মাওলানা হাসান আলী, মাওলানা আব্দুর রহিম তৈয়বী, মাওলানা মুহাম্মদ এরশাদ, মাওলানা মুহাম্মদ ফোরকান, আনোয়ারুল আলম, এস এম হাসান মাসুদ মেম্বার, আলী ফারুক চৌধুরী, জসীম উদ্দীন, রফিকুল ইসলাম, শওকত আলী, লোকমান হাকীম, মুহাম্মদ এমরান, আবু নাজেম, . মুহাম্মদ জিয়া উদ্দিন, আছাদুজ্জামান, হাসান ফিরোজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে
পরবর্তী নিবন্ধগবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান