ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ ভোটকে জঘন্য বললেন নেতানিয়াহু

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটে গৃহীত প্রস্তাবনাকে জঘন্য বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায় চেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল বৈষম্যমূলক আইন ও পদক্ষেপ নিয়েছে জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবনায় ইসরায়েলের সমস্ত পদক্ষেপ তদন্ত করে দেখারও আহ্বান জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

এরপরই শনিবার এক ভিডিও বার্তায় কড়া ভাষায় প্রস্তাবনার নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় কিংবা তারা তাদের চিরকালের রাজধানী জেরুজালেমে দখলদার নয়। জাতিসংঘের কোনও প্রস্তাব ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না। ইসরায়েল জাতিসংঘ সাধারণ পরিষদের ওই জঘন্য সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। আমরা সত্যের জন্য লড়ে যাব, বলেন তিনি। কট্টরডানপন্থি নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতা নিয়েই তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সমপ্রসারণকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, একাধিক হতাহত
পরবর্তী নিবন্ধইসরায়েলি দখলদারিত্ব নিয়ে আইসিজের মত চাইল জাতিসংঘ