রক্তজবা ফোটে না আজ ওখানে,
শিশির নয়, ঝরে শুধু অশ্রুজল।
ধ্বংসের ধুলা ঢেকে রাখে সকাল,
রোদ ওঠে, তবু আশার পালে ঢল।
পাথরের শহর, জেগে আছে বুকে,
শিশু চায় বুক, পায় কেবল শূন্যতা।
মায়ের কোল– বিস্মৃত এক গল্প,
ধ্বংসস্তূপে গায় কান্নার সংগীতা।
হে প্রভু, কাঁপে যে জমিনে মিনার,
সেখানে শান্তি পাঠাও, করুণা করো বর্ষণ!
এক ফোঁটা হাসি, একটুকরো নিঃশ্বাস,
একটানা যুদ্ধ থেমে পাক অবসান!
মুক্তির রোদ হোক ওদের অধিকার,
জুলুমের দেয়াল ভেঙে পড়ুক ধ্বস্ত।
পবিত্র মাটি যাক শান্তির পথে,
আবার যেন গায়–ভালোবাসার পঙ্ক্তি।
ফিলিস্তিন, তুমি শুধু নাম নও,
তুমি যন্ত্রণা, তুমি বাঁচার শপথ।
তোমার জন্য আজ পৃথিবী ডাকে
‘আল্লাহু! তুমি দাও ন্যায়ের রথ।’