ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ দেখছে বিশ্ব

রাঙ্গুনিয়ার মেহেরিয়া মাদ্রাসার সভায় মুফতি ফয়জুল্লাহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৫১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা মাদ্রাসা প্রাঙ্গণে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আনাচ মাদানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন, বর্তমান ফিলিস্তিনে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, চরম যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। পশ্চিমারা বাংলাদেশে এসে মানবাধিকারের কথা বলে, বাকস্বাধীনতার কথা বলে। অথচ মুসলমানের রক্তে গাজা নগরী রঞ্জিত করা হচ্ছে, আর তারা ইসরায়লকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, যুদ্ধকৌশল প্রশিক্ষণসহ নানা সহায়তা করছে মুসলমানদের হত্যা করার জন্য। এভাবে ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ দেখছে বিশ্ব।

সভায় প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। ধর্মীয় আলোচনা করেন মুফতী মাহমুদুল হাসান বাবুনগরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আব্দুল হক হক্কানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা শামসুদ্দিন আফতাব, মুফতী মিজানুর রহমান বোখারী প্রমুখ। সঞ্চালনা করেন মাওলানা দিলদার বিন কাশেম।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিকে বিদায় বললেন ড. কামাল
পরবর্তী নিবন্ধঘাসফুল কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা