ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:০৪ অপরাহ্ণ

নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসন, হামলা এবং নির্বিচারে নারী-শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও মহানগর শাখা। গতকাল বুধবার বিকাল ৪টায় নগরীর মোমিন রোডের চেরাগী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিভাগীয় শাখার সভাপতি মো. হাসান মুরাদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান।
নেতৃবৃন্দ বলেন, ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপর অন্যায়ভাবে আগ্রাসনমূলক সন্ত্রাস চালাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো ফিলিস্তিনির ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে। জোরপূর্বক দখল করছে তাদের ভিটা-মাটি। বক্তারা বলেন, বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের উপর হামলা সামরিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল। অবিলম্বে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানান তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সাথী কামাল, বিভাগীয় শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজীদ ফরায়েজী, কার্যনির্বাহী সদস্য কেফায়েত উল্লাহ আরকান, বীর মুক্তিযোদ্ধা ছবির আহমদ, আঁচল চক্রবর্তী, মহানগর শাখার সভাপতি ইমাম হোসেন রাসেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মো. খোরশেদ আলম, নারী নেত্রী লায়লা ইয়াসমিন, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. সাজ্জাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিকেতন স্বাবলম্বীর খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ১৪ ব্যক্তি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা