গাজায় চলমান ইসরায়েলি হামলায় ৩৯ হাজারেরও বেশি শিশু তাদের বাবা অথবা মা, বা দুজনকেই হারিয়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর মতে, আধুনিক ইতিহাসের বৃহত্তম অনাথ শিশু সংকটের মুখোমুখি হয়েছে গাজা। খবর বাংলানিউজের। যেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি আক্রমণে কয়েক হাজার শিশু বাবা–মার যত্ন ছাড়াই বেঁচে আছে। গত ৫ আগস্ট ফিলিস্তিনে শিশু দিবস পালিত হয়। ঠিক এ সময়ই এক বিবৃতিতে ব্যুরো নিশ্চিত করেছে, গাজায় ৫৩৪ দিনের বোমাবর্ষণে ৩৯ হাজার ৩৮৪ জন শিশু অনাথ হয়ে পড়েছে। এদের মধ্যে প্রায় ১৭ হাজার শিশু এতিম হয়ে গেছে। এদিকে, ইউনিসেফের বরাত দিয়ে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে।