ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের সমর্থনে বিশাল ব্যানার উন্মোচন করে পিএসজির এক দল সমর্থক। বিষয়টি একদমই ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকিই যেন দিলেন তিনি। ঘরের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি পিএসজি। ওয়ারেন জাইরেএমেরির গোলে চতুদর্শ মিনিটে এগিয়ে যায় তারা। চার মিনিট পরই সমতা ফেরায় স্প্যানিশ ক্লাবটি। পরে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ের গোলে জয় নিয়ে ফিরে অ্যাথলেটিকো। খেলা শুরুর আগে পিএসজির ‘ওতেইয়ি কপ’ সমর্থকগোষ্ঠী ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারিতে বিশাল আকৃতির ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার প্রদর্শন করেন। স্থানীয় এক রেডিওতে এটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ উগড়ে দেন ফলাসি স্বরাষ্ট্র মন্ত্রী হোতাইয়ু। এজন্য ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কিনা প্রশ্নের উত্তরে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ফরাসি মন্ত্রী বলেন আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছিটমহলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামী বৃহস্পতিবার ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স।

পূর্ববর্তী নিবন্ধদেড় মাসের জন্য ছিটকে গেলেন নেইমার
পরবর্তী নিবন্ধভারতীয় ব্যাটারদের অনুশীলনে জোর দিতে বললেন কপিল দেব