পাঁচ দিনের অনুশীলনে দল গুছিয়ে নিয়েছে বাংলাদেশ। এখন মাঠের লড়াইয়ে নামবে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে। অধিনায়ক জামাল ভূইয়া সমীহ করছেন প্রতিপক্ষকে। তবে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জামাল জানান, ‘ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলব, সেগুলো আগামী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য খেলব। সাফের জন্য হাতে খুব বেশি সময় নেই। একমাসেরও কম সময় রয়েছে। তাই এই সময় খুব মূল্যবান। ট্যাকটিকস নিয়ে কাজ করতে হবে, কোন জায়গায় উন্নতি করতে হবে,সেটা দেখতে হবে। সবাই ফিট আছে; প্রস্তুত আছে। গত কয়েকটা দিন আসলেই ভালো ছিল। ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা। কিরগিজস্তানের বিপক্ষে ফিলিস্তিনের ম্যাচ দেখেছি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জেনেছি। এসব নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছি আমরা। কিভাবে নিজেদের খেলা খেলতে হবে, সেটা ঠিক করেছি। নতুন কৌশলে খেলার চেষ্টা করব আমরা। যদি এটা ভালো হয়, তাহলে চালিয়ে যাব।’