ফিলিস্তিনের পাশে দাঁড়ান

চট্টগ্রামে এনসিপির সমাবেশে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

এনসিপি দিচ্ছে ডাক, ফিলিস্তিন মুক্তি পাক’ এই স্লোগানে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম। গতকাল শুক্রবার দুপুরে এ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তিন যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ ও রাসেল আহমেদ, জেলা সংগঠক ইরফান ও রাফসানসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ইসরায়েলি জায়নবাদ বিরোধী এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মতা জানাতে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের খান তালাত মাহমুদ রাফি, রিজাউরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে ইমন সৈয়দ বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি জায়নবাদিরা একের পর এক বোমা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর যে নির্যাতন চালাচ্ছে মানবিকতার কোনো দৃষ্টিভঙ্গি এটা জাস্টিফাই করতে পারে না। অনতিবিলম্বে এই ধরনের জেনোসাইড বন্ধ করতে হবে। জাতিসংঘকে হুঁশিয়ারি দিতে চাই, শান্তি প্রতিষ্ঠার জায়গায় তারা এ বিষয়ে কেনো নিশ্চুপ? আমরা নিরীহ শিশু ও নারীদের হত্যার তীব্র নিন্দা জানাই। জোবাইরুল হাসান আরিফ বলেন, ফিলিস্তিনের সাধারণ মুসল্লিরা আমাদের ভাই। এই ন্যক্কারজনক হামলায় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের সকল দেশের প্রতি আমরা আহ্বান জানাই আপনারা এই জেনোসাইডের বিরোধিতা করেন। জায়নবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আওয়াজ তোলেন। নিপীড়নের বিরুদ্ধে অবস্থানের মাধ্যমেই এনসিপি প্রতিষ্ঠা লাভ করেছে। বিশ্বের যে কোনো প্রান্তের নিপীড়নের বিরুদ্ধে আমরা কাজ করে যাবো। জনমত সৃষ্টি করে আমরা আমাদের ভাইদের সাহায্য করবো। আমরা জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য দেশসমূহকে বলবো আপনারা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান।

পূর্ববর্তী নিবন্ধজাহাজভাঙা শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধজেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কাস ইউনিয়নের ঈদ বোনাস