ফিলিস্তিনের পাশে ওয়াসিম আকরামের সাথে তাসকিন-সাব্বির

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনীদের উপর ইসরায়েলের ১০ম দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২শ ১৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬৩ শিশু রয়েছে। আহত হয়েছে দেড় হাজারের মতো। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এদিকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব থাকলেও ফুঁসে উঠেছে মুসলিম জনতা। যে যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন। বিশেষ করে ক্রীড়া বিশ্ব প্রতিবাদে মুখর। পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ও অধিনায়ক ওয়াসিম আকরাম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে নিজের মুখ খুলেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, এটা কোনো ব্যাপার না যে আপনি কাকে পাশে আছেন অথবা কোন দলকে আপনি সমর্থন জানাচ্ছেন। এটা কোনো খেলা না। এটা একটা যুদ্ধ। দিনের শেষে যখন মৃত্যু ও যন্ত্রণা হয় তখন কেউই জয়ী হয় না। ইতোমধ্যে সবাই হেরেছে। তিনি বলেন ফিলিস্তিনের পাশে থাকুন মানবতার পাশে থাকুন। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ফুসে উঠেছে প্রায় পুরো বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ক্রীড়াবিদরাও যে যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন। এবার এই দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের পর তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। গত মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা ও বজ্রমুষ্টির সাইন দিয়ে আলাদা ছবি আপলোড করেন তারা। সাব্বির ক্যাপশনে লিখেছেন, আমি সাব্বির রহমান বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পাশে আছি। সেভ প্যালেস্টাইন। অন্যদিকে তাসকিন ছবির ক্যাপশনে প্রায় একইভাবে লিখেছেন আমি বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ ফিলিস্তিনের পাশে আছি। তিনি বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনের নাম লিখেছেন।

পূর্ববর্তী নিবন্ধম্যারাডোনা ছিলেন মনে প্রাণে একজন ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধক্যাম্পে করোনার থাবা, তবে আতঙ্কিত নন ফুটবলাররা