ফিলিস্তিনের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হাজারো ফিলিস্তিনির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এর অংশ হিসেবে গতকাল শনিবার দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। খবর বিডিনিউজের।

মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানায়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গতকাল সরকারি ছুটির দিন হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়সহ সরকারিবেসরকারি বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়।

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হাজারো ফিলিস্তিনির মৃত্যুতে শুক্রবার জুমার নামাজের পর নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় ৪ হাজার মানুষের প্রাণ গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজায় তীব্র মানবিক সংকট তৈরি। সবশেষ গাজার একটি হাসপাতালে হামলায় শিশু ও নারীসহ ৫ শতাধিক মানুষের প্রাণ গেছে। ওই ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। এদিকে দুই সপ্তাহ পর গতকাল ওষুধ ও খাবার নিয়ে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ঢুকেছে ২০টি ট্রাক।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে সারাদেশে একদিনে ২০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধমাদকের বিনিময়ে স্ক্র্যাপ চুরি