ফিলিস্তিনের জন্য বাংলাদেশে কাল রাষ্ট্রীয় শোক

আজ বিশেষ মোনাজাত ও প্রার্থনা

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হাজারো ফিলিস্তিনির মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সামপ্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। খবর বিডিনিউজের।

আগামীকাল শনিবার বাংলাদেশর সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শোক পালন ছাড়াও আজ শুক্রবার জুমার নামাজের পর নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশর সকল মসজিদে বিশেষ দোয়া হবে। আর অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি জায়গায় দোকান নির্মাণ, গুঁড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধশিকলবাহা খালে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন স্টিল আর্চ ব্রিজ