ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে গাউছিয়া ইসলামী পাঠাগার। গতকাল দুপুরে নগরীর উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরীপাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে সংগঠনের সভাপতি এম. সাহেদ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আল্লামা মুফতি মহিউদ্দিন নেছারী, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক এম. জয়নাল আবেদীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সাব্বির হোসাইন শাওন, মুহাম্মদ রিয়াদ, শামসুল আরেফীন, মোস্তাফিজুর রহমান নিটু, জালাল উদ্দিন রুমী, মো. জাবেদ সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর যে নৃশংস বর্বরতা চালাচ্ছে, তা প্রাচীন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। শিশু থেকে বৃদ্ধ– কেউই এই নির্মমতার হাত থেকে রেহাই পাচ্ছে না। অথচ বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো এখন নীরব। এটি মানবতার প্রতি তাদের দায়বদ্ধতা এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বড় একটি প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। প্রেস বিজ্ঞপ্তি।