ইসরায়েল–গাজা যুদ্ধ চলার এ সময়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। ফিলিস্তিনের খবর প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেইসবুক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।
ফেইসবুকের তথ্য–উপাত্তর চুলচেরা বিশ্লেষণ করেছে বিবিসি। এতে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনের বার্তাকক্ষগুলোর সঙ্গে দর্শকশ্রোতা ও পাঠকদের সংশ্রব কমে গেছে। তবে ফেইসবুকের মালিক মেটা বলেছে, ইচ্ছাকৃতভাবে কোনও কণ্ঠস্বর দমনের কোনওরকম অভিযোগ ‘দ্ব্যর্থহীনভাবে মিথ্যা’। খবর বিডিনিউজের।
বিবিসি ফাঁস হওয়া কিছু নথিও দেখেছে। এতে দেখা গেছে মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তাদের ফিলিস্তিনি ব্যবহারকারীদের মন্তব্যগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বহিরাগত সাংবাদিক সেখানে ঢুকতে পেরেছেন। তাও ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তারা সেখানে ঢুকতে সক্ষম হন।