ফিলিস্তিনের ঈদ

সাদমান হাফিজ শুভ | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

আমরা তো ভাই ঈদের দিনে

করি কত ধুম,

ঈদ আসে কি ফিলিস্তিনে?

রাঙা যে ওই ভূম।

 

পথের পরে কুসুমকলি

ঝরে পড়ে রয়,

কত যে মা দুহাত তুলে

দুখের কথা কয়!

 

তবু ওরা নাহি ডরে

কাঁধে রাখে কাঁধ,

বুকে যে খুব ওই মহানের

রাজটা গড়ার সাধ।

 

রাজটা এলে আসবে তবে

ওদের দোরে ঈদ,

দেখতে সে ঈদ আমারও যে

খাঁ খাঁ করে হৃদ্‌!

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা ভেঙে দুটি হলে দাবির ৪০ ভাগই পূরণ হয়ে যাবে
পরবর্তী নিবন্ধঈদের চাঁদ উঠিছে