ফিলিস্তিনি–অস্ট্রেলীয় এক লেখিকাকে আমন্ত্রণ জানিয়ে পরে তা বাতিল করার জেরে ১৮০ জন লেখকের গণ–বয়কট এবং পরিচালকের পদত্যাগের মুখে বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেড ফেস্টিভালের শীর্ষ লেখক উৎসব। উৎসবের পরিচালক লুইস অ্যাডলার পদত্যাগ করে বলেছেন, তিনি কোনও ফিলিস্তিনি লেখকের কণ্ঠরোধ করার অংশ হতে পারেন না। খবর বিডিনিউজের।
তিনি সতর্ক করে বলেন, গত মাসে সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার পর প্রতিবাদ ও স্লোগান নিষিদ্ধ করার পদক্ষেপ বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। গত মাসে সিডনির বন্ডাই সৈকতে একটি ইহুদি ধর্মীয় উৎসবে বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই অ্যাডিলেড ফেস্টিভাল বোর্ড ফিলিস্তিনি ঔপন্যাসিক ও শিক্ষাবিদ রান্ডা আবদেল–ফাত্তাহ–র আমন্ত্রণ বাতিল করার সিদ্ধান্ত নেয়। ফেস্টিভাল বোর্ড বলছে, বন্ডাই সৈকতের ট্র্যাজেডির পর ফিলিস্তিনি লেখককে সাহিত্য উৎসবে রাখা সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হবে না। তাছাড়া, হামলার ঘটনায় শোকাহত ও বিপর্যস্ত সমপ্রদায়ের প্রতি সম্মান দেখিয়েই ফিলিস্তিনি লেখককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











