ফিলিস্তিনি লেখিকাকে নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়ায় শীর্ষ লেখক উৎসব বাতিল

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনিঅস্ট্রেলীয় এক লেখিকাকে আমন্ত্রণ জানিয়ে পরে তা বাতিল করার জেরে ১৮০ জন লেখকের গণবয়কট এবং পরিচালকের পদত্যাগের মুখে বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেড ফেস্টিভালের শীর্ষ লেখক উৎসব। উৎসবের পরিচালক লুইস অ্যাডলার পদত্যাগ করে বলেছেন, তিনি কোনও ফিলিস্তিনি লেখকের কণ্ঠরোধ করার অংশ হতে পারেন না। খবর বিডিনিউজের।

তিনি সতর্ক করে বলেন, গত মাসে সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার পর প্রতিবাদ ও স্লোগান নিষিদ্ধ করার পদক্ষেপ বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। গত মাসে সিডনির বন্ডাই সৈকতে একটি ইহুদি ধর্মীয় উৎসবে বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই অ্যাডিলেড ফেস্টিভাল বোর্ড ফিলিস্তিনি ঔপন্যাসিক ও শিক্ষাবিদ রান্ডা আবদেলফাত্তাহর আমন্ত্রণ বাতিল করার সিদ্ধান্ত নেয়। ফেস্টিভাল বোর্ড বলছে, বন্ডাই সৈকতের ট্র্যাজেডির পর ফিলিস্তিনি লেখককে সাহিত্য উৎসবে রাখা সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হবে না। তাছাড়া, হামলার ঘটনায় শোকাহত ও বিপর্যস্ত সমপ্রদায়ের প্রতি সম্মান দেখিয়েই ফিলিস্তিনি লেখককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৬৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলে নিলে ন্যাটোর ইতি ঘটতে পারে : ইউরোপীয় কমিশনার