১১৬তম আব্দুল জব্বার স্মৃতি বলী খেলায় অংশ নিতে এসেছিলেন পাহাড়তলীর মিনহাজ বলী। তার বাড়ি পাহাড়তলীতে। মিনহাজ এখনো ছাত্র এবং ডিগ্রিতে পড়ালেখা করেন। তিনি ফিলিস্তিনের পতাকা নিয়ে বলী খেলায় অংশগ্রহণ করতে আসেন। অবশ্য বলী খেলায় অংশ নিয়ে তিনি তার প্রতিপক্ষের কাছে হেরে যান।
তবে ফিলিস্তিনি পতাকা নিয়ে বলীখেলায় অংশ নেয়ার ব্যাপারে তিনি বলেন ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বাহিনী যে নির্যাতন করছে তার প্রতিবাদ স্বরূপ সবার দৃষ্টি আকর্ষন করতেই ফিলিস্তিনি পতাকা নিয়ে তার বলী খেলায় অংশ নিতে আসা।
এখানে জয় পরাজয় মুখ্য নয়। আব্দুল জব্বার স্মৃতি বলী খেলার মতো বড় একটি ইভেন্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই মূলত তার এ বলী খেলায় অংশগ্রহণ।
এতে করে সবার দৃষ্টি আকর্ষন করতে পেরেছেন বলে মনে করেন মিনহাজ।