চট্টগ্রাম নগরীর ফয়’স লেইক খুলশীস্থ দরবারে দারুল হুদা গাউছিয়া শরীফে সম্প্রতি বাদে জুমা যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যতার সাথে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহ্িফলে উপস্থিত ছিলেন দারুল হুদা দরবার শরীফের সাজ্জাদানশীন, মাদরাসা–এ–নূরীয়া কমপ্লেক্স’র মহা–পরিচালক আল্লামা শাহ সূফী বেলায়েত হোছাইন আল ক্বাদেরী (মা:জি:আ🙂। ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করে পীরজাদা শাহসূফী বেলায়েত হোছাইন আল ক্বাদেরী বলেন, পবিত্র মসজিদুল আকসার সুউচ্চ অবস্থান অম্লান থাকবে। ফিলিস্তিন জাতির ন্যায্য অধিকার অর্জন, তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল নাগরিক তাদের পাশে পূর্বেও ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে। ফিলিস্তিনিদের অধিকার হরণে ইসরায়েলের বর্বর আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। কোনো ধর্ম বা রাষ্ট্রীয় নীতিমালা এর সমর্থন করে না। তারা শত্রুতামূলক আচরণের মাধ্যমে পবিত্রতা ও মর্যাদা বিনষ্ট করছে এবং ফিলিস্তিনিদের অধিকার হরণ করছে। তিনি ফিলিস্তিনবাসীর অধিকার ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সহ পবিত্র মসজিদুল আকসা, ফিলিস্তিন জাতি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোর সুরক্ষা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন। বিশেষ দোয়া মাহ্িফলে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাদা ফয়সাল শাহ, পীরজাদা মাওলানা মেহদী, আকিব শাহ আল আযহারী (মা:জি:আ🙂 সহ এবং অসংখ্য আলেম ওলামা, বিশেষ ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ। মাদ্রাসা–এ–নূরীয়া দাখিলের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।