ফিলিপিন্সের শিক্ষার্থীদের প্রতারণা বিরোধী পরীক্ষা টুপি ভাইরাল

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

ফিলিপিন্সের শিক্ষার্থীদের তথাকথিত প্রতারণা বিরোধী টুপি পরে কলেজে পরীক্ষা দেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরীক্ষায় ‘প্রতারণা’ এড়ানোর অভিনব এ কৌশল সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে এবং এতে তারা দারুণ আনন্দ পেয়েছেন বলে জানা গেছে। বিবিসি জানিয়েছে, দেশটির লেগাসবি শহরের একটি কলেজের শিক্ষার্থীদের মাথায় এমন কিছু পরে আসতে বলা হয়েছিল যেন তারা অন্যদের উত্তরপত্র দেখে লিখতে না পারে। খবর বিডিনিউজের।
এতে সাড়া দিয়ে অনেকেই পুরু শক্ত কাগজ, ডিমের বাক্স ও অন্যান্য ফেলনা জিনিস দিয়ে অদ্ভুতদর্শন সব ঢাকনা পরে পরীক্ষা দিতে হাজির হয়। তাদের শিক্ষক বিবিসিকে জানিয়েছেন, নিজের ক্লাসে সততা ও একাগ্রতা বজায় রাখার জন্য তিনি মজার একটি উপায় খুঁজছিলেন। বিকোল ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক মেরি জয় মানদেন অর্তিজ জানিয়েছেন, ধারণাটা সত্যিই খুব কার্যকর হয়েছে। সামপ্রতিক মিড-টার্ম পরীক্ষায় এটি প্রয়োগ করা হয়েছে এবং অক্টোবরের তৃতীয় সপ্তাহে হওয়া ওই পরীক্ষায় কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছে। অধ্যাপক মানদেন অর্তিজ জানান, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের কাগজ দিয়ে সাধারণ নকশার কিছু বানানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। কয়েক বছর আগে থাইল্যান্ডে এমন একটি কৌশল নেওয়া হয়েছিল এবং তিনি তাতেই অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউপকূলীয় সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গুলি বিনিময়
পরবর্তী নিবন্ধকাজের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করতে হবে