ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দেল সুরে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। গতকাল রোববারের স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটের সময় ভূমিকম্পটি হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। এ ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে বলে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি (ফিভলকস) জানিয়েছে। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ ও এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে এর আগে জানিয়েছিল জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। ফিভলকস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে বলে রেকর্ড করেছে তারা আর ভূমিকম্পটি টেকটোনিক ছিল। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়, বিশেষকরে দেশটির দক্ষিণাঞ্চলে।

পূর্ববর্তী নিবন্ধএমন পরাজয়ে চরম হতাশ মোমিনুল
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় বাঘের হামলায় প্রাণ গেল চিড়িয়াখানা কর্মীর