ফিলিপাইনে চীনা গুপ্তচর মেয়রের যাবজ্জীবন জেল

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ফিলিপিন্সের সাবেক এক মেয়রকে মানব পাচার এবং প্রতারণা কেন্দ্র পরিচালনায় ভূমিকার জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার রাজধানী ম্যানিলার উত্তরের শহর বামবানের সাবেক এই মেয়র অ্যালিস গুও এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ লাখ পেসো (৩৩,৮৩২ ডলার) জরিমানা করেছে আদালত। কর্তৃপক্ষ বামবানে ফিলিপিন্সের অন্যতম বড় প্রতারণা কেন্দ্র খুঁজে পাওয়ার পর থেকেই অ্যালিস গুওর মামলাটি সেদেশে আলোচনায় রয়েছে। প্রতারণা কেন্দ্রটিতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ জন ফিলিপিনো এবং বিদেশিকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদেরকে জোর করে পিগ বুচারিং অনলাইন প্রতারণা চালাতে বাধ্য করা হত। কয়েকসপ্তাহ পলাতক থাকার পর গ্রেপ্তার হন ৩৫ বছর বয়সী এই সাবেক মেয়র গুও। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৩৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ ফের বাড়াল পাকিস্তান