ফিরোজ শাহ এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর ফিরোজ শাহ আবাসিক এলাকায় ট্রান্সমিটার মোড়ের নিলয় জেন্টস পার্লারে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন কবি আরিফ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, মোশারফ ভূঁইয়া পলাশ, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, পারভেজ চৌধুরী প্রমুখ।

অতিথিরা সেলুনের মালিক রঞ্জিত দের হাতে বই ও তাক তুলে দেন।এ সময় গোলাম মাওলা জসিম তাক ও বইয়ের যত্ন নেয়ার জন্য সেলুন মালিককে অনুরোধ করেন।আরিফ চৌধুরী বলেন, ‘দেশের প্রতিটি সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ চালু করতে হবে।

তাহলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস সৃষ্টি হবে। গোলাম মাওলা জসিমের এ উদ্যোগ পাঠক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে মাসব্যাপী কর্মসূচি শুরু
পরবর্তী নিবন্ধসিআইইউতে টেক ফেস্ট