ফিরোজশাহ জামে মসজিদে এমপি দিদারের অনুদান

| শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

উত্তর পাহাড়তলি ৯নং ওয়ার্ড, পশ্চিম ফিরোজশাহ জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ টাকা অনুদান হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি।

এ সময় এমপি দিদারুল আলম বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে ধর্ম নিয়ে কোনো হানাহানি, মারামারি নেই। কিছু মানুষ আছে যারা এদেশের স্বাধীনতা চায়নি, এখনো বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মানতে পারেনা, তারাই ধর্ম নিয়ে রাজনীতি ও ব্যবসা করে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলি ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাজী আলতাফ হোসেন, এরশাদ মামুন, মোজাফফর হোসেন মাসুম, ফজলে এলাহী টিপু, কাজল ও অত্র মসজিদের ইমাম, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মুসল্লিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখিড়কির উদ্যোগ, রবীন্দ্রনাথকে স্মরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দক্ষ শ্রমিক তৈরি করবে এশিয়ান গ্রুপ