ফিরে এসো

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

পৃথিবীর শেষ বিন্দু থেকেও

ফিরে আসে মানুষ

তুমি ফিরে এলে মাত্র

অভিমানের ঠুনকো দেয়াল থেকে

দেয়ালের অন্যপারে বিভীষিকার রাত্রি

এপারে পূর্ণচন্দ্র পূর্ণিমা

আমি আছি মুমূর্ষু নিশ্চল দাঁড়িয়ে

রমণে, ভ্রমণে, এখনও অদ্বিতীয় তুমি

আজ পাথুরে সৈকত তো

পরদিন সমুদ্র বালিয়াড়ি

অদম্য নিষেধ উপেক্ষা করে

আস্ত রাত কাটালে

অতিথিশালার শীতার্ত কামরায়

এখনও তো সেই শীতেরই বিনিদ্র রাত

পুনশ্চ ওঠে পড়ো

নিষিদ্ধ বাহনের সুডৌল আশ্চর্য চাকায়

কী না ফিরে আসে এই এখানে

পুরো পৃথিবীটাই দ্যাখো

আবহমান ফিরে আসার কাব্য

শাদ্দাদের দেহাবশেষ, ফিরাউনের মমি,

সকলই ফিরে ফিরে আসে

নিস্তব্ধ গভীর রাতে

এই ভ্রমণ শেষে, সরিষার পরিব্যাপ্ত আইলে,

তুমিও রেখো আরেকবার

অপরিবর্তনীয় তোমার কামুক চরণ দুটো……

পূর্ববর্তী নিবন্ধকোনো এক প্রয়াত পাখির ডানা
পরবর্তী নিবন্ধজাতীয় শিক্ষাক্রম : প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান