ঈদ মানে আনন্দ। আর ফিতর মানে ফিরে আসা। অর্থাৎ ঈদ–উল–ফিতর মানে আনন্দ ফিরে আসা। এবার সত্যিই ঈদ মানে আমাদের আনন্দ ফিরে এসেছে। গত দুইটি ঈদ–উল–ফিতর আমরা কাটিয়েছি ব্যতিক্রমভাবে। যেখানে ছিল না বিন্দুমাত্র ফিরে আসার আনন্দ বরং সব সময় ছিল স্বজন হারানোর একটা আতঙ্ক। ২০১৯ থেকে ২০২১ এ কটা বছর আমাদের কাছে ছিল ভীষণ আতঙ্কে এবং ফিরে না আসা বেদনায়। ২০২২–এ আমরা আবার সত্যিকার অর্থে ঈদের আনন্দকে ফিরে পেতে যাচ্ছি। মহামারীর মধ্যে আনন্দ বিহীন দুটো ঈদ কাটিয়ে আজ আনন্দময় একটি ঈদের দিকে যাচ্ছি। আমাদের জীবনে অর্থাৎ মুসলমানদের জীবনে ঈদ বছরে দুই বার আসে। একটি আনন্দের অন্যটি ত্যাগের। এবারের ঈদ আমাদের জন্য একটি আনন্দ ও মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এসেছে এইজন্য যে, গত দুই তিন বছরগুলোতে আমরা মোকাবেলা করেছি এক ভয়ঙ্কর মহামারী। সারা বিশ্ব প্রতিটি মুহূর্ত কাটিয়েছে চরম অনিশ্চয়তা ও অসহায় অবস্থার মধ্যে দিয়ে। প্রতিটি মুহূর্তে আমরা হারিয়েছি আমাদের কোনো না কোনো আপনজনদের। সম্মুখীন হয়েছি চরম অর্থনৈতিক বিপর্যয়ের। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা কিছুটা স্বস্তির মধ্যে আছি। কিন্তু সম্পূর্ণ নিরাপদ নয়। স্বজন হারানোর বেদনায় ধূসর এবারের ঈদ হলেও ফিরে এসেছে সেই বর্ণিল রঙে। ঈদ বলতে আমি বুঝি নিজে খুশি হওয়া এবং অন্যকে খুশি করা। গরিব দুঃখীদের মাঝে খাবার ও নতুন কাপড় বিতরণ করা যা এবারের ঈদে একধাপ এগিয়ে নিতে হবে। কারণ এবারের ঈদে আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই সহিসালামতে থাকলেও আমাদের মধ্যে অনেকেই হারিয়েছে বাবা–মা–ভাই–বোন ছেলেমেয়ে স্বামী স্ত্রী। এমনও অনেক পরিবারের কথা শুনেছি যেখানে একজনও বেঁচে ছিলেন না। এমন অনেক পরিবার আছে যারা কর্মসংস্থান হারিয়ে হয়েছেন নিঃস্ব। এবার আমাদের নিজেদের কথা না ভেবে তাদের কথা ভাবতে হবে। সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে তাদের দিকে। আমার মনে হয় তখনই আমার কাছে প্রকৃত ঈদ আনন্দ ফিরে আসবে, যখন হাসি ফুটবে সেইসব অসহায় মানুষের মুখে। ঈদ সবার জন্য বয়ে আনুক হাসিখুশি ও অনাবিল আনন্দ এই কামনা করি।