ফের ফিরে আসব স্ফুলিঙ্গ হয়ে
দাউ দাউ জ্বলবে– তুষের মুখোশ
পথ ছেড়ে দাও–নয় হুমড়ি খেয়ে মরো!
অরুণোদয়ে দেখবে তুমি
স্মিত মুখে কেমনে মথিত করি
জরাজীর্ণ সকল আকাল।
ফের ফিরে আসব এই চরাচরে
প্রচণ্ড ঝড় তোলে – খালে বিলে
ডোবায় মুখ থুবড়ে পড়ে থাকবে
সমস্ত বিষাক্ত নিশাস!
ফের আসব ডোবার মুহূর্তে
কোনো আদমের ঘরে
লুসিফার ঘাড় মটকাতে!
কীট নই আমি এক উল্কাপিণ্ড
নিমিষে উবে যাবে রক্তচক্ষু।
কঙ্কালের থাকে কী কোনো ভয়?
ফের আসব কঙ্কাল হয়ে
কোনো রাক্ষুসের হাড় হাতে
রাতভর বারবিকিউ উৎসবে
কোনো সুরম্য বাড়ির ছাদে!