বিগত দিনের সঞ্চয় হাতের বেড়াই
জীবনের নিঃসীম অন্ধকারে
সৃতির কদমফুলে ছেয়ে থাকা বুকের
বন্ধ দরোজা খুলে
উচ্চস্বরে চিৎকার দেয় এক নির্বোধ কিশোর
ফিরিয়ে দাও চৌদ্দ বছর !
স্লুইস গেইট বন্ধ হওয়ার মতো
একটা একটা জানালার কবাট বন্ধ হয়ে যায়
অদৃশ্য নিঃশব্দতায় আলোর মুখ থেকে
নিষ্করুণ উন্মোচনে উদিত হয় বিভৎস সূর্য
নিকষ কালোর মাঝে আলোর বিদ্রুপে দাঁড়িয়ে
উচ্চস্বরে চিৎকার দেয় এক বিক্ষত তরুণ
ফিরিয়ে দাও বিশটি বছর!
বাকলের পর বাকল খসানো
পঞ্চভূতে লীন হয়ে যাওয়া
বজ্রাহত কদমবৃক্ষের মতো এক যুবক
বুকের গভীরে লুকানো ক্ষতস্থানের উৎসে হাত রেখে
দাঁড়িয়েছে জীবনের নড়বড়ে সাঁকোয়
নীচে জলপতনের শব্দ নেই
উর্ধ্বে আকাশ নেই
পল্লবিত সবুজ নেই ডাইনে বাঁয়ে
অজস্র ভালোবাসার সোনালী কফিনটা
পোড়া কাঠের চিতায় তুলে দেবে নির্বিকার
হাতে প্রোজ্জ্বল ফেস্টুন
উদ্বেল হৃদয়ের রক্তক্ষরণে লেখা
ফিরিয়ে দাও দুঃখ আমার!