ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের সভা

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার কাবাডি লীগে অংশগ্রহণকারী ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের কার্যকরী কমিটির এর সভা গতকাল ক্লাবের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিক্ষক শাহাদাত হোসেন, ক্লাবের কর্মকর্তা খোরশেদ আলম রহমান, আবদুল আজিজ, মো. তাজুউদ্দীন রিজভী, মো. সাইফুদ্দীন, জাহাঙ্গীর আলম, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী শাকিল, সামিউল হাসান রুমন, জাহেদা বেগম, সায়মা সিদ্দিকী, সাফায়েত বিন আমিন, অসিউর রহমান, অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত। সভায় লাকী স্টার ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কাবাডি কমিটি গঠন করা। এতে হুমায়ন মোর্শেদ শাকিলকে চেয়ারম্যান,মো. ফরহাদকে সম্পাদক ও ফাহিমকে ম্যানেজার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজোন-৩ এর বাছাই পর্ব উদ্বোধন
পরবর্তী নিবন্ধএলিমিনেটর ম্যাচে খেলবে বাংলা টাইগার্স