আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে উঠান বৈঠক করেছে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
গতকাল বিকালে কোতোয়ালী থানাধীন বংশাল রোডে একটি কমিউনিটি সেন্টারে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল নাসের সাজ্জাদ সভাপতিত্বে ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল এবং সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সাবেক।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার খান, সাবেক সহ–সভাপতি আমিনুর রহমান মিয়া, সাদেকুর রহমান, রিপন, সাইফুদ্দিন মির্জা, মোহাম্মদ মিয়া, রবিউল ইসলামসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সুফিয়ানকে বিজয় করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












