ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারো ২০১৪ ও ১৮ সালের মতো পাতানো নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। কিন্তু এবার আর তাদেরকে সে সুযোগ দেয়া হবে না। ইতিমধ্যেই ভোট ডাকাত এই সরকারের সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আর বেশি দিন নেই, বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করবে। তিনি গতকাল ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক পুনর্ঘটন টিমের অধীনে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, মন্‌জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, ইউসুফ শিকদার, হাজী নুরুল হক, আকতার খান, সাদেকুর রহমান রিপন, আমিনুর রহমান মিয়া, আবুল কাশেম সওদাগর, নুর মোহাম্মদ, মোহাম্মদ খান, সোহেল উসমান মামুন, মো. ইদ্রিস, রবিউল ইসলাম, জাহেদ আহম্মেদ, সাইফুদ্দীন মির্জা, আবদুর রাজ্জাক, হামিদুল হক হামু, সাজ্জাদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাফল্য
পরবর্তী নিবন্ধপটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে আগুনের ঘটনায় গ্রেপ্তার ২