ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির আনন্দ মিছিল

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গী বাজার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান রিপন এবং সদস্য সচিব জাহেদ আহমেদ। উপস্থিত ছিলেন এম এ হালিম, জাকির হোসেন, আকতার খান এবং সাইফুদ্দীন মীর্জা।

নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও প্রজন্মগত সংহতির মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। ন শেষে শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, রমজান আলী, আবদুর রাজ্জাক, আবু নাসের সাজ্জাদ, রবিউল ইসলাম, ইকবাল শরীফ, মোহাম্মদ ওয়াসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসত্য আঁকড়ে ধরে বিপদে ধৈর্যধারণই কারবালার শিক্ষা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চারজনকে কারাদণ্ড