চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ও জাম্বুরা আরতের মাঝামাঝি এলাকায় বেপরোয়া গতির একটি ঘাতক লরির (ট্রাক) চাপায় দুই মাছ বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রাক আর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাছ বিক্রেতাকে মেরে দেয়। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় জনতা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চমেক সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের ড্রাইভার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশকে খবর দেয়।
কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক চালককে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় ফিরিঙ্গী বাজার এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
 
        
