ফিরিঙ্গী বাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের ওয়ার্ড পর্যায়ের ফাইনাল গতকাল ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ফিরিঙ্গী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বান্ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফিরিঙ্গী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে আলকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান ফিরিঙ্গী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন আলকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান মুন্না, সহ-সভাপতি মো. ইলিয়াছ, বান্ডেল সাবিত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় কমিটির সহ-সভাপতি সুর্পনা দাশ, আলকরণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, ফিরিঙ্গী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা মজুমদার, বান্ডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আন্না চক্রবর্তী, বান্ডেল সাবিত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবী ভট্টাচার্য্য, বান্ডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা রমা রানী দেবী ও আলকরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অশ্রু কনা চৌধুরী, ফিরিঙ্গী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাজমুল হুদা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষিকাবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিজেকেএস হ্যান্ডবল লিগ শুরু