সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণকারী ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের এক সভা গতকাল ক্লাবের সভাপতি হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ক্লাবের কর্মকর্তা যথাক্রমে খোরশেদ আলম রহমান, আব্দুল আজিজ, মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, আবদুল্লাহ আল মামুন, সামিউল হাসান রুমন, অসিউর রহমান, সাফায়েত বিন আমিন, শফিউল আলম জনি, অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালে সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট ক্রিকেট লীগে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের ক্রিকেট দল পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিলকে চেয়ারম্যান, শফিউল আলম জনিকে সম্পাদক ও আসিফুল হক সিফাত কে ম্যানেজার মনোনীত করা হয়।