ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামীলীগের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ৮ সেপ্টেম্বর দোভাষ হাউসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার মজুমদার। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। সভায় বক্তারা বলেন,সরকারের উন্নয়ন, সাফল্য ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহীত পদক্ষেপগুলো জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।