ফিরিঙ্গীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী বিতরণ

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেছেন, ফিরিঙ্গী বাজার এলাকার এবি দাস লেইনে আগুনে ঘর বাড়ি পুড়ে যাওয়া মানুষগুলো এখন মহাবিপদে। তাই তাদের প্রত মানবিক সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেয়া যাবে না। তিনি দলীয় উদ্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদর সহায়তায় সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তশালীদের ফিরিঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি গত সোমবার ফিরিঙ্গী বাজার এ বি দাস লেইনে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের মাঝে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, শফি সওদাগর, জামাল উদ্দিন, মো. আলম, আশরাফ উদ্দিন, আতিকুর রহমান, মো. সুমন, মো. হারুন, মো. সাইফুল, মো. কবির, মোরশেদ আলম, আলাউদ্দিন বাপ্পি, রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মোবাইলের দোকানে চুরি
পরবর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মমতার সাংস্কৃতিক উপস্থাপনা