চসিক নির্বাচনে নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসা ও নির্বাচনী ক্যাম্পে গুলি ছোঁড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। সালাউদ্দিন বলেন, রোববার দিবাগত রাত দুইটা ৫ মিনিটের দিকে আমার বাসার সামনে ও নির্বাচনী কাম্পে কিছু দুর্বৃত্ত ফাঁকা গুলি ছুঁড়েছে। কারা ছুঁড়েছে সেটা জানি না। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটা গুলির খোসা উদ্ধার করেছে। তবে পুলিশ স্থানীয়ভাবে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ দেখে কারা হামলা চালিয়েছে সেটা শনাক্ত করা হবে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলেও তদন্ত হচ্ছে বলে জানান তিনি।