ফিরল তত্ত্বাবধায়ক সরকার

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে পরবর্তী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ ২০ নভেম্বর এ রায় ঘোষণা করে। আপিল বিভাগ বলেছে, সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল কলঙ্কিত।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জীবনাবসান